পাণ্ডু কেবিনে টোটো উনিয়নের শোক যাত্রা ও অন্যান্য অনুরাগীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
গুয়াহাটি ২০ সেপ্টেম্বর পাণ্ডু কেবিন এলাকার টোটো অ্যাসোসিয়েশন ও জুবিন গর্গ এর অনুরাগীরা শুক্রবার মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কেবিন টোটো অ্যাসোসিয়েশন টোটো বন্ধ করে দেয় প্রায় অর্থ শতাধিক টোটো নিয়ে সদ্য প্রয়াত জুবিন গর্গের প্রতিচ্ছবি টোটো লাগিয়ে শোকযাত্রা বের করেন। এইসব যাত্রা পান্ডু কেবিন থেকে শুরু হয পুনরায় পান্ডু কেবিনে শেষ হয়।
রেস্ট ক্যাম্প জুবিন গার্গের মৃত্যুর খবর পেয়ে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সন্ধ্যায় জুবিন গার্গের প্রতিছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও প্রতিছবিতে সামনে অর্ধশতাধিক প্রদীপ প্রজ্জ্বলিত করেন।
পাণ্ডু একাউন্স কলোনিতে জুবিন গার্গের মৃত্যুর খবর পেয়ে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সন্ধ্যায় বীর নেতাজির সামনে সদ্য প্রয়াত জুবিন গর্গের প্রতিচ্ছবিতে বসিয়ে অনুরাগীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও শতাধিক প্রদীপ প্রজ্জ্বলিত করে আত্মার শান্তি কামনা করেন


No comments