গুয়াহাটি, ৬ নভেম্বরঃ ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)-এর ৯৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী লাচিত ঘাটে শুরু হয়েছে তিনদিনব্যাপী এক মনোমুগ্ধকর আকাশ প্রদর্শনী। এই বিশেষ অনুষ্ঠানে আকাশে উড়ে চলেছে আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও অ্যারোবেটিক দলের শৌর্য ও কৌশলের চমৎকার সমন্বয়।
প্রদর্শনীর মূল আকর্ষণ হল রাফাল যুদ্ধবিমান, দেশীয় প্রযুক্তিতে নির্মিত লাইট কমব্যাট এয়ারক্রাফট “তেজস” ও বিখ্যাত সূর্যকিরণ অ্যারোবেটিক টিম (এসক্যাট)। তারা তাদের দক্ষ উড্ডয়ন কৌশল, ঘূর্ণন, বিপরীতমুখী ফ্লাইট ও নিখুঁত সমন্বয়ে আকাশে এক অনন্য দৃশ্য উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করবে ।
বৃহস্পতিবার দুপুরে প্রদর্শনীর প্রথম দিনে হেলিকপ্টার ও বিভিন্ন যুদ্ধবিমান আকাশে তাদের নানান যুদ্ধ কৌশল প্রদর্শন করে। মাটি থেকে হাজার হাজার দর্শক সেই দুর্দান্ত দৃশ্য উপভোগ করেন। বিশেষ করে সরকারি ও বেসরকারি স্কুলের কয়েক শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত থেকে এই প্রদর্শনী দেখে উচ্ছ্বাস প্রকাশ করে।
এই তিনদিনব্যাপী প্রদর্শনীর উদ্দেশ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে বিমান বাহিনীর প্রতি অনুপ্রাণিত করা ও আধুনিক ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে জনগণকে পরিচিত করা। আকাশের নীল পটভূমিতে রাফাল, তেজস ও সূর্যকিরণ দলের উড্ডয়ন যেন এক অনন্য দেশপ্রেমের চিত্র ফুটিয়ে তুলেবে।
লাচিত ঘাটে চলা এই আকাশ প্রদর্শনী শুধু গুয়াহাটিবাসীকেই নয়, সমগ্র অসমবাসীকেও গর্বিত করেছে। ব্রহ্মপুত্রের বুকে প্রতিধ্বনিত যুদ্ধবিমানের গর্জন যেন ঘোষণা করে দিল — ভারতীয় বিমান বাহিনী আজও আকাশের প্রকৃত অধিপতি।





No comments:
Post a Comment