Friday, November 7, 2025

আদাবাড়িতে “এক ভারত আত্মনির্ভর ভারত” পদযাত্রা — সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শে ঐক্য ও আত্মনির্ভরতার বার্তা


 গুয়াহাটি  , ৭ নভেম্বর — ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ ও অবদানকে স্মরণ করে আজ মহানগর কামরূপ জেলার প্রশাসনের উদ্যোগে আদাবাড়ি অটল উদ্যান থেকে “এক ভারত আত্মনির্ভর ভারত” পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা জাতীয় ঐক্য, সংহতি ও আত্মনির্ভরতার বার্তাকে ছড়িয়ে দেয়। 

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লোকসভার সদস্য বিজুলি কলিতা মেধি। সাথে উপস্থিত ছিলেন কামরূপ মহানগর জেলার আয়ুক্ত সুমিত সত্তাবন ও  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু এলভিস আলি হাজারিকা। ড. ভূপেন হাজারিকার সুরে অনুষ্ঠানের সূচনা হয়, যা সমবেত অতিথিদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি, অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়, 

এই পদযাত্রা অটল উদ্যান থেকে শুরু হয়  অবশেষে ভূপেন হাজারিকার সমাধি ক্ষেত্রে গিয়ে সমাপ্ত হয়। 
এই দিনটি সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী ও আদর্শকে স্মরণ করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। গুজরাটে জন্ম নেওয়া এই মহান নেতা ছিলেন ভারতের ঐক্যের স্থপতি। গুজরাতি মাধ্যম স্কুলে তাঁর শিক্ষাজীবনের সূচনা হলেও পরবর্তীকালে তিনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। ১৮৯৭ সালে উচ্চ বিদ্যালয় পাশ করে আইন পরীক্ষার প্রস্তুতি শুরু করেন এবং ১৯১০ সালে ইংল্যান্ডে গিয়ে ইনস অফ কোর্ট থেকে ১৯৩৩ সালে আইন বিভাগে ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে গুজরাটের গোধরায় আইন পেশায় যুক্ত হন। তাঁর অসাধারণ দক্ষতা ও সততার কারণে ব্রিটিশ সরকার তাঁকে বহু লাভজনক পদ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন ও  জাতির সেবায় আত্মনিয়োগ করেন।

আজকের এই পদযাত্রা তাঁর সেই দেশপ্রেম, ঐক্য ও আত্মনির্ভরতার ভাবনাকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরল।

No comments:

Post a Comment