Wednesday, November 5, 2025
ড০ ভূপেন হাজারিকার পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন
গুয়াহাটি ৫ নভেম্বর: সমগ্র দেশের সাথে সংগতি রেখে প্রতিবারের ন্যায় এবারও রাজ্যের ৩৫টি জেলা ও সম জেলায় বিভিন্ন প্রান্তে ভারত রত্ন সুধাকণ্ঠ ড০ ভূপেন হাজারিকার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এই উপলক্ষ্যে জালুকবাড়িস্থ ড০ ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থে বুধবার সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা।অনুষ্ঠানে মানবতাবাদী সঙ্গীত “মানুহে মানুহৰ বাবে”– পরিবেশন করে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা এই গানটি বিশ্ব মানবতার গীত হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব জানাবার সিদ্ধান্ত নিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন আসামের বিভিন্ন প্রান্তে প্রায় দুই লাখের উপরে শিল্পীরা ও ছাত্র ছাত্রীরা মানবতাবাদী সঙ্গীত “মানুহে মানুহৰ বাবে”– পরিবেশন করে ডঃ ভূপেন হাজারিকারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।






No comments:
Post a Comment