Saturday, November 8, 2025
দিনের বেলাতেই জ্বলছে লাইট পোস্টের লাইট, বিদ্যুৎ অপচয়ে ক্ষোভ মালিগাঁও-পাণ্ডু এলাকা।
গুয়াহাটি, ৮ নভেম্বর — শহরের বিদ্যুৎ ব্যবস্থাপনায় অব্যবস্থার চিত্র আবারও সামনে এল। পাণ্ডু ও মালিগাঁও এলাকার বিভিন্ন রাস্তায় দিনের বেলাতেও লাইট পোষ্টে আলো জ্বলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনা এক-দুদিনের নয়, বিগত কয়েক মাস ধরেই এমন দৃশ্য প্রতিদিন দেখা যায়।
একদিকে স্মার্ট মিটারের অতিরিক্ত বিলের বোঝায় নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে দিনের বেলাতেই লাইট জ্বলে থাকায় বিদ্যুৎ অপচয়ের জন্য ক্ষোভ বাড়ছে। বাসিন্দাদের বক্তব্য, “আমাদের ঘরে স্মার্ট মিটারের মাধ্যমে অতিরিক্ত বিল চাপানো হয়, অথচ দিনের আলোয় লাইট জ্বলে থাকা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। শেষ পর্যন্ত এই অযথা বিদ্যুৎ খরচের বিলও সাধারণ মানুষের ঘাড়েই চাপছে।”
এলাকার বহু মানুষ জানিয়েছেন যে, বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, এই ধরনের অবহেলা কিছু দায়িত্বজ্ঞানহীন কর্মীর গাফিলতির জন্য ভুক্তভোগী সাধারণ মানুষ।
স্থানীয়দের মতে, সরকারের বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ এই ধরনের অনিয়মের কারণে ব্যর্থ হয়। তাঁরা বিদ্যুৎ বিভাগকে দ্রুত তদন্ত শুরু করে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
“দিনের আলোয় লাইট জ্বলে থাকা শুধু বিদ্যুতের অপচয় এই বিষয়টি এলাকার মানুষের এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


No comments:
Post a Comment