Friday, November 28, 2025

তিনসুকিয়ায় অসম গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান


 


তিনসুকিয়া ২৮ নভেম্বর:  প্রতি বছরের  ন্যায় এবারও আসাম প্রকাশনা পরিষদ ও  সদৌ অসম পুথি প্রকাশক, বিক্রেতা সংস্থার  উদ্যোগে তিনসুকিয়া ভেন্যুঃ চালিহা নগরের  মাঠে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান   অনুষ্ঠিত হয়।
 

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন আসাম সাহিত্য সভার সভাপতি
ডঃ বসন্ত কুমার গোস্বামী বিশিষ্ট লেখক, সাংবাদিক  দিলীপ চন্দন, তিনসুকিয়া জেলা প্রশাসক, স্বপ্নীল পাল।সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।  গ্রন্থমেলার পক্ষ থেকে সকল, বইপ্রেমীদের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

No comments:

Post a Comment