গুয়াহাটি ৭ অক্টোবর - অসমের ধুবড়ির রূপসী বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। চলতি মাসের ৪ অক্টোবর থেকে বিমান চলাচল শুরু হয়েছে।এই বিমান সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার এই দুই দিন চলবে।
কলকাতা থেকে বিমান ১২:৪০ মিনিটে ছাড়বে এবং ধুবড়িরর রূপসী বিমানবন্দরে পৌঁছাবে দুপুর ২:৩০ মিনিটে। এরপর দুপুর ২: ৫৫ মিনিটে ধুবড়ির রূপসী বিমানবন্দর থেকে বিমানটি পুনরায় কলকাতার দিকে রওনা হবে।
উল্লেখ্য যে প্রয়াগ রাজ কুম্ভ মেলার সময় গুয়াহাটি- রূপসী- কলকাতার রুটে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল আল্যাযেন্স এয়ার।
No comments:
Post a Comment