গুয়াহাটি, ২১ অক্টোবরঃ মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বাক্সা জেলের ‘এ’ ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পরিদর্শন করে সাম্প্রতিক ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।তিনি দুর্ঘটনায় আহত দুই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও প্রত্যেককে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি বলেন যে, সরকার তাদের চিকিৎসার জন্য সমস্ত ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।মুখ্যমন্ত্রী এই সফরের সময় হরি মন্দির পরিদর্শন করে প্রার্থনা করেন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। হরি মন্দিরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী১০ লাখ টাকা ও শিব মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকা প্রদান করার কথাও ঘোষণা করেন।
No comments:
Post a Comment