Monday, October 6, 2025

কাজিরঙায় জন্ম নিল ‘মায়াবিনী’: জুবিন গার্গের স্মৃতিতে নবজীবনের প্রতীক



গুয়াহাটি, ৬ অক্টোবর: অসমবাসীর হৃদয়ের শিল্পী জুবিন গার্গের স্মৃতিতে কাজিরঙা জাতীয় উদ্যানে এক হাতি শাবকের, নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’। নামটি নেওয়া হয়েছে জুবিন গার্গের অমর সৃষ্টি ‘মায়াবিনী রাতির বুকুত’ গানটি থেকে, গানটি জুবিনের অন্যতম প্রিয় গান ছিল।

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুর্ভাগ্য জনক ভাবে অকাল মৃত্যু হয় এই সঙ্গীত শিল্পীর। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কাজিরঙা জাতীয় উদ্যানে কর্মরত এক মহিলা মহুতের পরিচর্যায় জন্ম নেওয়া এই হাতি শাবক টিকে ‘মায়াবিনী’ নাম দেওয়া হয়েছে।

উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ অক্টোবর, শনিবার দুপুরে প্রায় চার দশক ধরে কাজিরঙা জাতীয় উদ্যানে থাকা ‘কুঁৱৰী’ নামের হাতিটি এই পুতুল সদৃশ মেয়ে শাবকের জন্ম দেয়। কয়েক বছর আগে কুঁৱৰী জন্ম দিয়েছিল তার প্রথম শাবক ‘গৃহরাজ’-কে। মায়াবিনী তার দ্বিতীয় সন্তান।

জন্মের পর থেকেই মায়াবিনী সম্পূর্ণ সুস্থ ও উদ্যান কর্মীরা মা ও শাবকের প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন। এই আনন্দের মুহূর্তে অসমের বনমন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী এক আবেগপূর্ণ বার্তায় বলেন, সকলের ভালোবাসায় প্রতি মুহূর্তে ‘মায়াবিনী ' জুবিনকে স্মরণ করাবে।

কাজিরঙার এই নবজন্ম যেন এক আশার আলো— যেখানে প্রকৃতি, মানুষ আর সংগীত একাকার হয়ে জীবনের নবচেতনা বয়ে আনবে। মায়াবিনীর আগমন শুধু কাজিরঙার নয়, সমগ্র অসমবাসীর হৃদয়ে এক গভীর আবেগের সঞ্চার করেছে।

 

  

No comments:

Post a Comment