Saturday, September 20, 2025

পাণ্ডু রেস্ট ক্যাম্প কালিবাড়িতে জুবিন গর্গের অনুরাগীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।


 
গুয়াহাটি  ২০ সেপ্টেম্বর  কালজয়ী কণ্ঠশিল্পী,সুরকার, গীতিকার, সংগীতকার অভিনেতা , চলচ্চিত্র পরিচালকও সকলের প্রিয় জুবিন গর্গের  শুক্রবার  অকাল   মৃত্যুর খবর আসার পর আসামবাসী  অনুরাগীদের মাঝে  শোকের ছায়া নেমে আসে। তারই সাথে সঙ্গতি রেখে  রেস্ট ক্যাম্প কালীবাড়ির  সদস্যরা এক শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানের আয়োজন করেন।  এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কালীবাড়ির সদস্যগন ও  অন্যান্য অনুরাগীরাও উপস্থিত থাকেন।

No comments:

Post a Comment