Wednesday, September 17, 2025

ফের বন্যার ভ্রুকুটি সীমান্ত জেলায় । বিপদসীমা অতিক্রম কুশিয়ারার, ফুঁসছে লঙ্গাই, বিষণ্ণতার ছায়া শহরজুড়ে ।

 

 
 

শ্রীভূমি । ১৭ সেপ্টেম্বর 

দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো । কিন্তু এর আগে ফের বন্যার ভ্রুকুটি সীমান্ত জেলায় । রাত পোহালেই বিশ্বকর্মা পুজো । কিন্তু তার আগে বিষণ্ণতার ছায়া শহরজুড়ে ।
ফুঁসছে কুশিয়ারা, টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর । শারদীয়ার ঠিক আগ মুহূর্তে বিপর্যস্ত হতে পারে শ্রীভূমি জেলা । কৃত্রিম বন্যা শহরবাসীর কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে । বৃষ্টি এলেই বানভাসি হয় শ্রীভূমি শহর, বছরভর এটা স্বাভাবিক ঘটনা । একদিকে যখন দেবী দুর্গার আহ্বানের সাজো সাজো রব, চারিদিকে চলছে পুজোর প্রস্তুতি তখনই শহরের একাধিক ওয়ার্ডে কৃত্রিম বন্যা, পাশাপাশি বেহাল সড়ক । 

একটানা বৃষ্টির জেরে রুদ্ররূপ নিচ্ছে কুশিয়ারা । ফুঁসছে লঙ্গাই । নদীর জল যেমন বাড়ছে, তেমনি গ্রামাঞ্চলের  মানুষের কপালে চিন্তার রেখা আরও বিস্তৃত হচ্ছে । যেকোন মুহূর্তে আরও খারাপ আকার নিতে পারে সীমান্ত এলাকায় পরিস্থিতি ।  রাতের টানা বৃষ্টি থেকে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে । হাতে গুনা আর কয়েকটা দিন, এরপরই বাঙালির সর্ববৃহৎ উৎসব, তাই এর আগে যদি বিপর্যয় নেমে আসে তাই উদ্বেগ কাটছে না কোনওভাবেই । কুশিয়ারা নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে । উপনদী সহ খাল-বিলের জলস্তর আবারও বাড়ছে ।

দুই মাস আগের প্রথম দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে । এবারে ২০২২ সালের ভয়ংকর বন্যা পরিস্থিতির পুনরাগমের আতঙ্ক তাড়া করছে জনমনে । যদি আবহাওয়া  পরিবর্তন না হয় তাহলে পুজোর আগে কার্যত নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে । বাক্সা, কাছাড়, গোলাঘাট, হাইলাকান্দি, কামরূপ, কামরূপ মেট্রো, লখিমপুর, নলবাড়ি, তামুলপুরের পাশাপাশি শ্রীভূমি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে । আইএমডি গুয়াহাটি থেকে জনস্বার্থে নির্দেশনা জারি করা হয়েছে । পুজোর আগে বৃষ্টির সঙ্কেত দিয়েছে আবহাওয়া দফতর। তাতে উদ্বেগ বাড়ছে ।

সারাবছর এই সময়টাই মৃৎশিল্পীদের সবথেকে ভাল সময়। বলা যায় প্রতিমাশিল্পীদের লক্ষ্মী-মাস এটা ।  কিন্তু এবার এত বড় বিপর্যয় কীভাবে সামাল দেবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না শিল্পীরা । অনেকে জানান, আকাশে রোদের দেখা নেই । বৃষ্টি থামতেই চাইছে না । তার পরেও রাত ৩টে অবধি চলছে কাজ । প্রতিমার গায়ের মাটি শুকিয়ে তাতে রঙের প্রলেপ দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে ।   

সোমবার সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করে কুশিয়ারা । মঙ্গলবার সন্ধ্যা অবধি জলরাশি ১৫.৬০ মিটার । জল বাড়ছে লঙ্গাই নদীর । প্রতিবেদন পাঠানো অবধি লঙ্গাই নদীর জলরাশি ২০.৯৮ মিটার । রাতেই বিপদসীমা অতিক্রম করতে পারে লঙ্গাই নদী । কুশিয়ারা নদীর বিসর্জনঘাট দিয়ে যেকোন সময় জল ঢুকতে পারে শহরে । মঙ্গলবার দুপুরে অবস্থার পর্যবেক্ষণ করে গেছেন প্রশাসনিক কর্তারা । যদিও জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসনের বক্তব্য, বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথার্থ পদক্ষেপ সহ প্রস্তুত রয়েছেন তারা । 
 
 
 
সুদীপ দাস

 


No comments:

Post a Comment